প্রিয় বাগানপ্রেমী ও কৃষক ভাই ও বন্ধুরা । যারা আনকমন জাত চাষ করতে ভালোবাসেন , আমরা নিয়ে এসেছি সুদূর ভিয়েতনাম থেকে , অর্নামেন্টাল ভুট্টার বীজ। যা রেইনবো কর্ণ নামেও পরিচিত।
যেন তেন যায়গা থেকে বীজ কিনে প্রতারিত হবেন না । সরাসরি কোম্পানীর ইন্টেক প্যাকেটের বীজ কিনুন।আর অবশ্যই বীজ কেনার আগে যাচাই করুন তাদের ঠিকানা ওয়েবসাইট এ দেয়া আছে কী না ? আপনি আমাদের ওয়েবসাইট এর শেষের দিকটা দেখুন আমাদের বিস্তারিত ঠিকানা সেখানে দেয়া আছে।
এই ভুট্টা গুলো দেখতে খুবই আকর্ষণীয় , সাধারণ ভুট্টার চেয়েও সহজে চাষযোগ্য । দামে ভালো এবং স্বাদে আনারের মতো মিষ্টি।
এই জাতের ভুট্টা চাষাবাদ গাইডলাইন
আপনি যদি সৌখিন বাগানী হয়ে থাকেন ,তবে এই ভুট্টা ছাদ বাগানে ছোট একটা টবে বা ৫ লিটার এর বালতি বা জারেও চাষ করতে পারেন শুধু জৈব সার ব্যবহার করে।
আর আপমি যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তবে নিচে এর গাইড লাইন ফলো করবেন... ১. জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি
ভুট্টা রোদপ্রিয় ফসল, তাই খোলা, বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিতে হবে।
উর্বর, দো-আঁশ বা বেলে-দো-আঁশ মাটি সবচেয়ে ভালো।
মাটির pH ৬.০ – ৬.৮ এর মধ্যে হলে ফলন ভালো হয়।
জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে এবং জৈব সার (কম্পোস্ট/গোবর সার) মিশিয়ে নিতে হবে।
১. বীজ বপনের সময়
সাধারণত গ্রীষ্মের শুরুতে (মার্চ–এপ্রিল) বা বর্ষা শেষে (সেপ্টেম্বর- ডিসেম্বর) বীজ বপন করা ভালো।
৩. বীজ বপনের পদ্ধতি
সারিবদ্ধভাবে বীজ বপন করতে হবে।
সারি থেকে সারির দূরত্ব: ২.৫ ফুট
গাছ থেকে গাছের দূরত্ব: ১ ফুট
প্রতিটি গর্তে ২–৩টি বীজ ফেলা যায়, পরে সুস্থ একটি চারা রেখে বাকি গুলো তুলে ফেলতে হবে।
৪. সেচ ও আগাছা নিয়ন্ত্রণ
বীজ বপনের পর প্রথম সেচ প্রয়োজন।
শুকনো মৌসুমে প্রতি ৭–১০ দিন অন্তর সেচ দিতে হবে।
আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছ দ্রুত বাড়ে।
৫. সার ব্যবস্থাপনা
প্রতি গাছে ১০–১৫ দিন অন্তর সামান্য ইউরিয়া সার (পরিমিতভাবে) দিতে হবে।
জৈব সার ব্যবহার করলে দানার রঙ ও গুণমান ভালো হয়।
৬. গাছের যত্ন
গাছে যাতে ফল পাকার সময় লম্বা হয়ে না পড়ে যায়, সে জন্য বাতাসের দিক অনুযায়ী জমি পরিকল্পনা করা ভালো।
কিছু জাতের কান্ড লালচে বা বেগুনি রঙের হয়, যা দেখতে আরও আকর্ষণীয় লাগে।
৭. ফসল সংগ্রহ
সাধারণত বপনের ৯০–১২০ দিনের মধ্যে ভুট্টা সংগ্রহ করা যায়।
শিষ শুকিয়ে গেলে ও দানা শক্ত হলে ভুট্টা সংগ্রহ করতে হবে।
সংগ্রহ করা ভুট্টা ২–৩ সপ্তাহ রোদে শুকালে রঙ আরও উজ্জ্বল হয়।
কেন আমাদের থেকে এই ভুট্টা বীজ নেবেন...??
বীজের আমদানি
ভিয়েতনামের বিখ্যাত সীড কোম্পানী Hat Geon Rang Dong
ইন্টেক প্যাকেট
একদম কোম্পানীর ইন্টেক প্যাকেজিং এ বীজ আপনার হাতে পৌছে যাবে।।
বীজের জার্মিনেশন
বীজের জার্মিনেশন রেট ৯৫% + আমরা নিজেরা পরীক্ষা করে তবেই আপনাদের পাঠাচ্ছি।
(Shopner Kunjo Seed Express) is not a part of Facebook.com or Facebook Inc. Additionally, (Shopner Kunjo Seed Express) is not endorsed by Facebook, Inc. in any way. Facebook is a trademark of Facebook, Inc.